Saturday, November 28, 2015

মাননীয় সরকারের কাছে অনুরোধ


                                       " মাননীয় সরকারের কাছে অনুরোধ"



আজ প্রায় অনেক দিন যাবৎ বাংলাদেশ সরকার পেইজবুক বন্ধ করে রেখেছে। এটা বলা যেতে পারে বাংলাদেশ ডিজিটাল হওয়ার অন্তরায়। বলতে পারেন কেন, ? আমরা যদি উন্নত বিশ্বের দেশগুলোর ‍দিকে তাকায় তাহলে দেখতে পাবো তারা কেমন উন্নত হচ্ছে,বাংলাদেশ হলো একটি সম্ভাবনাময় দেশ। প্রযুক্তির আর্শিবাদে আস্তে আস্তে উন্নয়নের পথের যাত্রী হচ্ছি। বাংলাদেশে অর্থনৈতিক ক্ষেত্রে  ই -কর্মাস  অবদান রেখে চলেছে যা আমাদের কাছে প্রত্যক্ষমান ।  এই ওনলাইন মার্কেটিং করা হয় বেশির ভাগ ক্ষেত্রে পেইজবুক কেন্দ্রীক যেহেতেু আমাদের দেশর মানুষ অন্যান্য ওনলাইন সাইড ব্যবহারে অভ্যস্ত না, তাই আমাদের ওনলাইন শপগুলো গড়ে উটেছে পেইজবুক কে সাথে নিয়ে , কিন্তু দুঃখজনক  হলেও সত্যি যে আমাদের মাননীয় সরকার পেইজবুক বন্ধ করে দিয়েছে এতে করে ওনলাইন শপগুলোর উপর বিরূপ প্রভাব লক্ষ্য করা যাচ্ছ। আমি এবং আমরা সরকার মহাদয় কে অনুরোধ জানাই যাতে করে খুব তাড়াতাড়ি পেইজবুক ওপেন করে দেন,